নিজস্ব প্রতিবেদক :
নিখোঁজের তিনদিন পর নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের পল্লী চিকিৎসক কাজী মজিবুর রহমানের (৪৮) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উকিলমুন্সি বাজার সংলগ্ন একটি ছোট খালের পাশে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সালমা আক্তার জানান, গত সোমবার রাত ৯টার দিকে দোকান থেকে বের হওয়ার পর তার স্বামী নিখোঁজ হন। গত মঙ্গলবার রাতে তিনি মোহনগঞ্জ থানায় জিডি করেন। মোহনগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল মোতালেব জানান, জিজ্ঞাসাবাদের জন্য ৯ জনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে ডা. মজিবুর চিকিৎসার পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করতেন।