প্রাইম ডেস্ক :
কুমিল্লার চান্দিনা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।
রোববার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার নুরীতলায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জীবন চন্দ্র হাজারি জানান, রোববার দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লার কোম্পানীগঞ্জ থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চান্দিনার নুরীতলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন মারা যান।
তিনি জানান, পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চান্দিনা থানার ওসি আনোয়ার উল্লাহ মৃধা বলেন, উদ্ধার কাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।