প্রাইম ডেস্ক :
ভোলার মনপুরা উপজেলার হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে এ অভিযান চালায় উপজেলা মৎস্য অফিসারের নেতৃত্বে একটি টিম।
জব্দকৃত ওই ইলিশ মাছ বিনা মূল্যে মাদ্রাসায় ও এতিম খানায় বিতরণ করা হয়েছে। তবে কাউকে আটক করতে পারিনি। অভিযান অব্যাহত রয়েছে।
মা ইলিশ রক্ষায় সরকার ইলিশ প্রজনন মৌসুম ১লা অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা বাংলাদেশে ইলিশ মাছ আহরণ, বাজারজাতকরণ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে।
এব্যাপারে উপজেলা মৎস্য অফিসার মো. আ. গাফফার বলেন, মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।