প্রাইম খেলাধুলা :
টেস্টের শেষ দিন তিন-চারশ’ রান তাড়া করে জেতা কঠিন কাজ। বাস্তবতা মানছেন লিটন দাসও। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৭৫ রান। হাতে রয়েছে ৭ উইকেট। চতুর্থ দিনের খেলা শেষে লিটন বলেন, জেতাটা কঠিন। ড্র করার চেষ্টা থাকবে। ২২ গজে গিয়ে আসল কাজটা করতে হবে।লিটন জানান, শেষ দিন পরিস্থিতি একটু কঠিন হবে। টেস্ট ক্রিকেটে সবসময় জয় পাওয়া যায় না। জেতা সম্ভব না হলেও অন্তত দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ড্রয়ের ইতিহাস গড়তে চায় বাংলাদেশ। এজন্য বড় জুটির প্রত্যাশা। দু’একটি লম্বা জুটি হলে ম্যাচের দৃশ্যপট পাল্টে যেতে পারে।
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস ঘোষণার সময় আকাশে মেঘ ছিল। এ ধরনের কন্ডিশন বল শুরুতে একটু মুভমেন্ট করে। লিটন জানান, আমাদের পরিকল্পনা ছিল স্বাভাবিক খেলার। উইকেট পড়তেই পারে। সেটা নিয়ে চিন্তিত ছিলাম না আমরা।পচেফস্ট্রুম টেস্টে দারুণ কিপিং করেছেন লিটন দাস। মুশফিকুর রহিমের পরিবর্তে গ্ল্যাভস হাতে নিয়ে নজর কেড়েছেন সবার। কিপিং সবসময় উপভোগ করেন লিটন। বলেন, কখনো মিস হয়ে যায়, কখনো ভালো কিছু হয়। এটা খেলার অংশ। ক্যাচ ধরতে পারলে ভালো লাগে। তবে টেস্টেও দীর্ঘ সময় কিপিং করাটা বেশ চ্যালেঞ্জের। সে চ্যালেঞ্জ জয় করে যাচ্ছেন লিটন।