নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে পারস্পরিক যোগাযোগে সহযোগিতা করতে মোবাইল ফোনে ফ্রি কথা বলার সুযোগ দেবে মোবাইল ফোন অপারেটর টেলিটক। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আজ বুধবার দুপুরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে টেলিটকের বুথ উদ্বোধনকালে এ কথা বলেন।কক্সবাজারের কুতুপালং, বালুখালী, থাইংখালী, হাকিমপাড়া, পালংখালী ও হোয়াইক্যং অস্থায়ী ক্যাম্পে টেলিযোগাযোগ সেবা দিতে ১০টি বুথ চালু করেছে টেলিটক।
এসময় রোহিঙ্গা প্রবণ এলাকায় নিরবিচ্ছিন্ন ভয়েস সার্ভিস নিশ্চিত করতে টেলিটকের সক্ষমতাও বাড়ানো হচ্ছে বলে জানান তারানা হালিম।শুধুমাত্র লোকাল কলের এ সেবা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটরটি। পাবলিক কল অফিসের (পিসিও) মাধ্যমে এক ক্যাম্পের বুথ থেকে অন্য ক্যাম্পের বুথে ফোন করছেন রোহিঙ্গা শরণার্থীরা। এতে অসহায় রোহিঙ্গারা নিজের স্বজনদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছেন।