রুপগঞ্জ প্রতিনিধি :
রুপগঞ্জ বরপা বাস স্ট্যান্ড পরিবহন থেকে বেপরোয়া ভাবে চাঁদাবাজি করে যাচ্ছে চাঁদাবাজ চক্রটি। যেন দেখার কেউ নেই। অনুসন্ধানে জানাযায়, দীর্ঘদিন থেকে রুপগঞ্জ বরপা এলাকার কয়েকজন চাঁদাবাজ পরিবহন মালিকদের জিম্মি করে অবৈধ ভাবে চাঁদা আদায় করছে। শীর্ষ চাঁদাবাজ জাকারিয়ার শেল্টারে এই চাঁদা আদায় হয় বলে জানাযায়। এ শক্তিশালী চাঁদাবাজদের একটি সিন্ডিকেট রয়েছে। প্রতিদিন লেগুনা, অটোরিক্স থেকে ২০ হাজার টাকা চাঁদা তোলা হয়। আরো জানাযায়, বরপা এলাকার বাসিন্দা জামান মোল্লা, স্বপন, মামুন, লিথেন, জাহিদুল, মহসিন, জামাল সিকদার, আসফাক ভ্ইুয়া, আমিন নজরুল ইসলাম, আজিজুল ভুইয়াসহ অজ্ঞাত আরো কয়েকজন মিলে প্রতিদিন বাস স্ট্যান্ড থেকে চাঁদা উত্তোলন করে। তাদের মধ্যে অনেকের নামে বিভিন্ন মামলাও রয়েছে। রুপগঞ্জ থানা পুলিশে সাথে চাঁদাবাজদের সুসম্পর্ক থাকায় পুলিশ তাদের বিরুদ্ধে নিচ্ছেনা কোন ব্যবস্থা। এলাকাবাসী ও পরিবহন শ্রমিকরা জানান, উক্ত চাঁদাবাজ ব্যক্তিরা প্রতিদিন স্ট্যান্ড থেকে জোর করে চাঁদা নিয়ে যাচ্ছে। কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভিতি এবং প্রাননাশের হুমকি দেওয়া হচ্ছে। তারা আরো বলেন, নিয়মিত পুলিশকে চাঁদাবাজরা মাসোয়ারা দিয়ে এই চাঁদাবাজি করছে নির্ভয়ে। চাঁদাবাজরা শুধু চাঁদাবাজিই নয় মাদকসেবন মাদক বিক্রি , মিল কলকারখানা থেকেও চাঁদাবাজি করছে। একক আধিপত্য বিস্তার করে কোন কিছুর তোয়াক্কা না করে তারা অনৈতিক কার্যকম চালিয়ে যাচ্ছে। নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন বলেন, চাঁদাবাজরা বলে থাকেন থানা পুলিশ আমাদের পকেটে কেউ যদি কোন টু শব্দ করিস তাহলে তোদের পুলিশের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠাবো। তাই কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। উক্ত বিষয়ে নারায়নগঞ্জ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী এবং পরিবহন শ্রমিকরা।