নিজস্ব প্রতিবেদক :
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, অন সাং সু চি মানুষ নয়, পশুর চেয়েও খারাপ। তার মদদেই মিয়ানমারে অসহায় রোহিঙ্গা মুসলিমদের হত্যা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী ও উগ্রপন্থী বৌদ্ধরা।
বুধবার বিকালে ইসলামি আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান উপজেলা শাখার আয়োজনে কুচিয়ামোড়া কলেজ মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আমরা যখন লংমার্চ নিয়ে মিয়ানমার অভিমুখে যেতে চেয়েছিলাম। সরকার যদি আমাদের বাধা না দিত তাহলে আরাকান মুসলমানদের আমরা রক্ষা করতে পারতাম।’
চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে দ্রুত পদক্ষেপ নেয়ারও দাবি জানান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি মাওলানা ওবায়দুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা কবির হোসেনের সঞ্চালনায় ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রয়ী সহ-সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা সোহরাব হোসাইন ফারুকী, সেক্রেটারি হাফেজ শাহাদাত হোসাইন, মুন্সীগঞ্জ জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আল আমিন খলিফ প্রমুখ।