প্রাইম বিনোদন :
বলিউডের পর হলিউডেও বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছেন দীপিকা পাডুকোন। পর্দায় হোক কিংবা বাস্তবে, সব ক্ষেত্রেই সাবলীল তিনি। তবে একটি ভয় এখনও তাড়িয়ে বেড়ায় এ অভিনেত্রীকে। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। আর সেটা হলো ডিপ্রেশন। এর আগেও একাধিকবার দীপিকার ডিপ্রেশনের খবর শিরোনামে এসেছে। আর এই সমস্যা থেকে বেরিয়ে আসতে তিনি নিজের ফাউন্ডেশন ‘লিভ লাভ লাইফ’ খোলেন। একটা সময় ডিপ্রেশনের শিকার হয়ে মানসিক এবং পরবর্তীতে শারীরিকভাবেও বেশ ভেঙে পড়েছিলেন দীপিকা। সব ধরনের কাজও বন্ধ রেখেছিলেন। অস্বাভাবিক জীবন যাপন করতেন। ডিপ্রেশন যে জীবনকে কতটা বিষিয়ে তুলতে পারে সেটা ভালোভাবেই উপলব্ধি করেছেন তিনি। অনেক কষ্টে ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছেন তিনি। আর তাই নিজ ফাউন্ডেশনের মাধ্যমে ডিপ্রেশনে আক্রান্ত মানুষদের সহযোগীতা করবার চেষ্টা করেন তিনি। তবে এখনও ডিপ্রেশনের ভয় তাড়িয়ে বেড়ায় তাকে। তিনি বলেন, এখন আমি একদম স্বাভাবিক জীবন যাপন করছি। কিন্তু অতীতের কথা মনে করলেই ভয় হয়। ‘ডিপ্রেশন’ যে কতটা মারাতœক রোগ সেটা আমি জানি। এখনও ডিপ্রেশনের ভয় আমাকে তাড়িয়ে বেড়ায়।