পাগলা (ময়মনসিংহ) সংবাদদাতা:
গফরগাঁও উপজেলার পাগলা থানার মাখল কালদাইড় এলাকায় গতকাল শুক্রবার গভীর রাতে বিলের পানিতে মাছ ধরতে গিয়ে মৎস্য শিকারী হানিছ উদ্দিন (৩৮) বর্জ্রপাতে নিহত হয়েছে। নিহত হানিছ উদ্দিন ওই এলাকার মৃত করিম বেপারীর ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। জানা যায়, শুক্রবার গভীর রাতে হানিছ উদ্দিন কুরহী বিলে মাছ ধরতে যায়। এসময় বর্জ্রপাতে তার শরীর ঝলসে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়। পাগলা থানার ওসি (তদন্ত) বাহালুল খান জানান, নিহতের লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।