নিজস্ব প্রতিবেদক :
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শনিবার দুপুরে পানিতে ডুবে এষামনি ও সোহানা নামের ২ শিশুর মৃত্যু হয়েছে। তারা যথাক্রমে উপজেলার ৭নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির আবুল কালাম মাস্টার ও সোহেলের মেয়ে।
তারা ৫ম শ্রেণির ছাত্রী ছিল এবং সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
স্থানীয়রা জানায়, সকালে তারা নিজ বাড়ির পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে পানিতে ডুবে যায়।
পরিবারের লোকজন তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।