পাগলা(ময়মনসিংহ)সংবাদদাতা :
ময়মনসিংহ জেলা গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- দেউলপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিন খানের ছেলে মফিজ উদ্দিন ওরফে লিটন খান, তিনি সাজাপ্রাপ্ত আসামী। গ্রেফতার অন্যরা হলেন পাঁচভাগ ইউনিয়নের চৌকা গ্রামের আজিত বেপারীর পুত্র ফারুক। তাকে ১০পিস ইয়াবাসহ আটক করেছেন পাগলা থানার এসআই প্রভাষ চন্দ্র দাস। অপর গ্রেফতারকৃত হলেন টেকপাড়া গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী আমেনা খাতুন, তাকে ২০০গ্রাম গাঁজাসহ এসআই শহিদুল ইসলাম আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
পাগলা থানার ওসি চাঁন মিয়া জানান, গত ৭ অক্টোবর থেকে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চলছে। এই অভিযানে মাধ্যমে তাদের আটক করে ময়মনসিংহ কোর্টে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত ফারুক একাধিক মামলার আসামি।