প্রাইম ডেস্ক :
রাজধানীর নটরডেম কলেজের সাবেক অধ্যক্ষ এবং নটরডেম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফাদার বেঞ্জামিন ডি কস্তা আর নেই। শুক্রবার বিকেল চারটার দিকে রাজধানীর সিটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত রোজারিও সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফাদার বেঞ্জামিন দীর্ঘদিন ধরে যকৃতের সংক্রমণে ভুগছিলেন। এ কারণে তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। যকৃত ছাড়া তার শরীরের সব কিছুই ঠিক ভাবে কাজ করছিল। অবস্থার কিছুটা উন্নতি হলে শুক্রবার তাকে সেখান থেকে ফিরিয়ে এনে রাজধানীর সিটি হাসপাতালে ভর্তি করা হয়।তার মৃত্যুতে নটর ডেম কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, ফাদার বেঞ্জামিন ডি কস্তার মৃত্যুতে নটর ডেম কলেজের একটি উজ্জ্বল যুগের সমাপ্তি ঘটল।