নিজস্ব প্রতিবেদক :
মেডিকেল চেকআপের জন্য সোমবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এতথ্য নিশ্চিত করেছেন জাপার সাবেক মহাসচিব ও দলের প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
তিনি বলেন, এক সপ্তাহ স্যার এরশাদ সিঙ্গাপুর থাকবেন। সেখানে তিনি স্বাস্থ্য পরীক্ষা করবেন। জাপা চেয়ারম্যানের সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও মেজর অব. খালেদ আকতার।