প্রাইম ডেস্ক :
ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও হাত ধোয়া কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে এসব কর্মসূচি পালন করা হয়।
ব্র্যাকের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুরে শোভাযাত্রা বের হয়। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে স্থানীয় শিল্পকলা একাডেমীতে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়া কর্মসূচি পালন করা হয়।
পরে শিল্পকলা একাডেমীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার শেখ শামছুল আরেফীনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, মেডিকেল অফিসার ডা. সাজ্জাত হোসেন, ব্র্যাক ওয়াশের এরিয়া ম্যানেজার গোলাম মোস্তফা, ব্র্যাক ওয়াশ জেলা প্রতিনিধি ফারহানা মিল্কি, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইদুর রহমান প্রমুখ।