নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের গফরগাঁওয়ে নাসরিন আক্তার (২৪) নামের এক গৃহবধুকে মারধর করেছে তার দেবর। এতে এ গৃহবধূ গুরুতর জখম ও রক্তাক্ত হয়। পরে তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল বেলা ৩টায় বাড়ির বসত বাড়ি নিয়ে দুগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, দুগাছিয়া গ্রামের দুই সন্তানের জনক কাজল মিয়া ও তার স্ত্রী নাসরিন আক্তার সন্তানদের ভরন পোষন ও সংসার খরচ যোগাতে শ্রীপুরের মাওনা এলাকার একটি সোয়েটার ফ্যাক্টরীতে কাজ করেন। সোমবার দুপুরে এই দম্পতি বাড়ি আসেন। তখন বাড়ির বসতভিটা নিয়ে দেবর উজ্জলের সাথে ওই গৃহবধূর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উজ্জল নাসরিনকে বেদম মারধর করে গুরুতর আহত করে।
আহত নাসরিন জানান,গতকাল বাড়ির ঘর ও বসতভিটা নিয়ে তার দেবর উজ্জল মিয়ার সাথে সামান্য তর্ক হয়। এতে সে ক্ষিপ্ত হয়ে উজ্জল তাকে বেদম মারধর করে। এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার স্বামী বাড়ির অন্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি মাহবুব আলম বলেন, আহত গৃহবধূর অভিযোগটি উপ পরিদর্শক সুমন মিয়াকে তদন্ত করতে দায়িত্ব দেয়া হয়েছে।