প্রাইম ডেস্ক :
দ্বিতীয় ওয়ার্ল্ড কংগ্রেস অন ওপেন এডুকেশনাল রিসোর্সেস (ওইআর) সম্মেলনে যোগ দিতে স্লোভেনিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আগামী ১৮-২০ সেপ্টেম্বর স্লোভেনিয়ার রাজধানী লুবজানায় এ কংগ্রেস অনুষ্ঠিত হবে। ইউনেস্কো এবং স্লোভেনিয়ার শিক্ষা, বিজ্ঞান ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘ওইআর ফর ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল কোয়ালিটি এডুকেশন’। শিক্ষামন্ত্রী সম্মেলনের ওপেন এডুকেশনাল রিসোর্সেস এবং গুনগত মানসম্পন্ন শিক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নিবেন।
বৈঠকে এসডিজি-৪ এর মানসম্পন্ন শিক্ষা বাস্তবায়নে এবং জীবনব্যাপী শিক্ষণ সুযোগ তৈরিতে ওইআর-এর ভূমিকা ও ব্যবহার নিয়ে আলোচনা হবে। ওপেন এডুকেশনাল রিসোর্সেস কংগ্রেসে লুবজানা ওইআর একশন প্লান-২০১৭ গ্রহণ করা হবে। শিক্ষামন্ত্রী সম্মেলন শেষে আগামী ২১ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।