শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে মৎস্য খামারের পানিতে ডুবে মো. আরাফাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মাওনা ইউনিয়নের বদনীভাঙা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত (৮) ওই এলাকার কারখানা শ্রমিক শফিকুল ইসলামের ছেলে।
নিহতের বাবা শফিকুল ইসলাম জানান, আরাফাত মাওনা চৌরাস্তার এডুকেয়ার প্রি-ক্যাডেট স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী। তার দুই ছেলে সন্তানের মধ্যে আরাফাত বড়। বাড়ির পশ্চিম পাশের ইসমাইলের মৎস্য খামারের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, দুপুরে তার স্ত্রী ঘরের কাজে ব্যস্ত থাকার ফাঁকে ছেলে খেলতে গিয়ে পানিতে গিয়ে থাকতে পারে। স্থানীয় মোফাজ্জল নামে এক ব্যক্তি মৎস্য খামারের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটিকে পানিতে ডুবে থাকতে দেখে তার পরিবারকে খবর দেন এ সময় তাঁরা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান,কারো কোন অভিযোগ না থাকায় শিশুটির পরিবার বিকেলেই লাশ দাফন করেন।