প্রাইম বিনোদন :
স্ত্রী মান্যতার সঙ্গে চুটিয়ে দিওয়ালি কাটিয়েছেন সঞ্জয় দত্ত। বন্ধু ও পরিবারের সঙ্গে এখন সময় কাটাচ্ছেন তিনি। কিন্তু ত্রিশলার ব্যাপারটা আলাদা। তাঁর নজর এখন ফিটনেসের দিকে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন তিনি। তাতেই স্পষ্ট তাঁর ফিটনেস ফান্ডা।
এখন নিউ ইয়র্কে আছেন ত্রিশলা। সেখান থেকেই ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেছেন তিনি। ছবিটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। মেরুন রঙের একটি টপের সঙ্গে তিনি পরেছেন কালো বেল-বটমস। তাঁর ফিগার ছবিতে স্পষ্ট ধরা পড়েছে।
উল্লেখ্য, সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী রিটা শর্মার মেয়ে ত্রিশলা। ২০০৮ সালে ফের বিয়ে করেন সঞ্জয়। তাঁদের ২ সন্তান হয়। শাহরান ও ইকরা।