গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান। দেশকে সবুজ সমারোহে ভরপুর করে তুলুন। এই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী শাঁখচূড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন অভিযান উদ্বোধন করা হয়েছে। উক্ত বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রবাসী কল্যান বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ডঃ আহমেদ মুনিরুছ সালেহীন বৃক্ষরোপন করে এ কর্মসূচি উদ্বোধন করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক শাহ মো. আকবর হোসাইনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।