নিজস্ব প্রতিবেদক :
রোহিঙ্গা ইস্যুতে দেশের নিরাপত্তা নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, যেসব হুমকি বা ঝুঁকি রয়েছে সরকার সে ব্যাপারে সম্পূর্ণভাবে সচেতন। আমরা মনে করি যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ও আমরা প্রস্তুত। আজ শনিবার বেলা ১১টায় গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে শামিমা পারভীন বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, ‘রোহিঙ্গা ইস্যুটিকে প্রধানমন্ত্রী ও দেশবাসী মানবিকভাবে দেখছেন। যে সমস্ত রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদেরকে সম্মানজনকভাকে ও নিরাপত্তার সাথে নিজের দেশে দ্রুত সময়ের মধ্যে ফেরত পাঠানো হবে। সেজন্য সরকার কূটনৈতিকভাবে তৎপরতা অব্যাহত রেখেছে। রোহিঙ্গা ইস্যুতে বিশ্ববাসীর বিশাল জনমত আমাদের সাথেই রয়েছে।’ বেনজীর আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘প্রত্যেককেই প্রস্তুত হতে হবে। তোমরা এমন এক সময়ের সারথি যখন পৃথিবী হবে প্রতিযোগিতামূলক। শুধু এসএসসি, এইচএসসি পাস, গ্র্যাজুয়েশন করে সার্টিফিকেট পাওয়ার জন্য নয়। জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করতে হবে। এ দেশের জন্য, সমাজের জন্য অবশ্যই তোমাদের ভূমিকা পালন করতে হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক ও গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু। গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে স্বাচিপের সভাপতি ডা. আবিদ হাসান, শামিমা পারভিনের স্বামী মেজবা উদ্দিন হাসানসহ আরও অনেকে বক্তব্য রাখেন। পরে ১২ জন মেধাবী শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে বৃত্তির টাকা এবং ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এ অনুষ্ঠানে ওই কলেজের বায়োমেট্রিক হাজিরার উদ্বোধন করা হয়।