নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া গ্রামের শিশু সুমাইয়া আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় তার চাচা সাইফুল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৩ জানুয়ারি চর ঈশ্বরদিয়া বেরি বাঁধ এলাকায় সৎ ভাই সিরাজ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারকে (৬) ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে সাইফুল ইসলাম। পরে সুমাইয়ার বাবা সিরাজ মিয়া বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। স্বাক্ষ্য-প্রমাণ শেষে আসামি সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন আদালত।
রায়ে সন্তোষ প্রকাশ করে সুমাইয়ার বাবা জানান, তার পরিবার দ্রুত আসামির মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চায়।