প্রাইম বিনোদন :
ঢাকাই চলচ্চিত্রের মিষ্টি মুখ পরীমনি। বর্তমান সময়ের নায়িকাদের মধ্যে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। ভক্তমহলে মায়ার স্বপ্নজাল ছড়িয়ে রেখেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সরব নায়িকা। বিভিন্ন সময় ডানা কাটা পরীর রূপে নিজের স্থিরচিত্র শেয়ার করেন।
সেই ধারাবাহিকতায় সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার পর ফেসবুক ওয়ালে নিজের কিছু ছবি শেয়ার করেন পরী মনি। মিষ্টি পরীর সেই ছবিগুলো দেখে তাকে ‘প্রজাপতি পরী’ হিসেবে আখ্যা দেয়া যায়। ডানা না থাকলেও ভক্তদের লাইক, কমেন্টে উড়ে বেড়াচ্ছেন পরী। ভক্তদের অনেকেই তাকে ‘রূপকথার রাজকন্যা’ মনে করছেন।
উল্লেখ্য, বছর শেষে মুক্তি পেতে যাচ্ছে পরী অভিনীত দুটি সিনেমা। আগামী ১৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘অন্তর জ্বালা’ এবং ২২ ডিসেম্বর মুক্তি পাবে ‘ইনোসেন্ট লাভ’। এছাড়া চলতি বছর তার অভিনীত ‘কত স্বপ্ন কত আশা’, ‘আপন মানুষ’ এবং ‘সোনাবন্ধু’ নামের ছবি তিনটি মুক্তি পেয়েছে।