নিজস্ব প্রতিবেদক :
নওগাঁর ধামইরহাটের কালুপাড়া গ্রামে রবিবার সন্ধ্যায় মাদকসেবী ছেলেকে পুলিশে দিয়েছেন বাবা। ভ্রাম্যমাণ আদালত সোমবার তাকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মাদকসেবী পরিতোষ বর্মণ (২৫) উপজেলার কালুপাড়া গ্রামের অমূল্য বর্মণের ছেলে।
অমূল্য বর্মণ জানান, প্রায় ৫/৬ বছর ধরে পরিতোষ বিভিন্ন প্রকার মাদক গ্রহণ করে আসছিল। অনেক চেষ্টা করেও তাকে এ পথ থেকে ফেরানো যায়নি। মাদকের টাকা না পেলে সে বাড়ির লোকজনের উপর অত্যাচার নির্যাতন করতো। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে পুলিশে দেন।
ধামইরহাট থানার ওসি রফিবুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া সোমবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিতোষকে এক মাসের কারাদণ্ড দেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।