নিজস্ব প্রতিবেদক :
প্রয়াত সাংসদ ভাওয়াল বীর খ্যাত শহীদ আহসান উল্লাহ্র সমাধিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেছে গাজীপুর মহানগর যুবলীগ। বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর নোয়াগাঁও তাঁর সমাধিতে মহানগর যুবলীগের আহবায়ক মো.কামরুল আহসান সরকার রাসেলের নেতৃত্বে এ ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর নেতার সমাধিস্থল থেকে একটি শোকর্যালি বের হয়ে নোয়াগাঁওসহ টঙ্গী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শহীদ আহসান উল্লাহ্র ৬৭ তম জন্মদিন উপলক্ষে প্রয়াত এই নেতার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ১৯৫০ সালের ৯ নবেম্বর তিনি গাজীপুরের হায়দরাবাদ গ্রামে জন্ম গ্রহণ করেন। ২০০৪ সালের ৭ মে টঙ্গীতে তার বাসভবন সংলগ্ন নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এক জনসভার মঞ্চে সন্ত্রাসীরা দিনদুপুরে গুলি করে তাকে নির্মমভাবে হত্যা করে।