নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকার যৌনপল্লী থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, উদ্ধার কিশোরী চট্টগ্রাম নগরীর একটি কোম্পানিতে কর্মরত ছিল। তার বাড়ি খুলনা জেলা সদরে। একটি দালাল চক্র প্রলোভন দেখিয়ে তাকে এনে যৌনপল্লীতে ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়। কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে যৌনপল্লী থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।