সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন আজিবপুর বাগানবাড়ী এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করে যাচ্ছে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোকসানা ও জয়নব এবং তাদের সহযোগীরা। একাধিক মাদক মামলার আসামী রোকসানা ও জয়নব কাউকে তোয়াক্ক না করে মাদক বিক্রি করে যাচ্ছে। এলাকাবাসীর তাদের মাদক ব্যবসা বন্ধ করে দিয়ে এলাকা থেকে বের করে দেয় রোকসানাকে। কিছুদিন গাঢাকা দিয়ে থাকলেও আবার এলাকায় এসে রমরমা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের বাহিনী আজিবপুর বাগানবাড়ী এলাকায় বিভিন্ন অস্ত্র নিয়ে মহড়া দিয়ে এলাকাবাসীর মধ্যে আতংকিত করছে। রোকসানা ও জয়ননের বাহিনীর তান্ডব দেখে এলাকাবাসী অসহায় হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগের ভিতিত্তে তথ্য সংগ্রহ করতে বাগানবাড়ী এলাকায় মাই টিভি এবং অপরাধ বিচিত্রার সাংবাদিকদের দেখে মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সাথে কথা বলে জানান, দীর্ঘদিন পরে রোকসানা এবং জয়নব মিলে গাজা, হিরোইন , ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব বিক্রি করে যাচ্ছে। এলাকাবাসী প্রতিবাদ করতে আসলে সন্ত্রাসী বাহিনী দিয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। তাই চিহ্নিত মাদক ব্যবসায়ী রোকসানা ও জয়নবের সহযোগীদের গ্রেফতার করার জন্য র্যাব -পুলিশের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।