নিজস্ব প্রতিবেদক :
গতকাল শনিবার ময়মনসিংহের গফরগাঁওয়ে হুমায়ন কবীর (৩৫) নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাটি গতকাল শনিবার দুপুরে উপজেলার রাওনা ইউনিয়নের গফরগাঁও- ভালুকা সড়কের সিএমবির ইটভাটা সংলগ্ন এলাকায় ঘটে। আহত হুমায়ন কবীর উপজেলার রাওনা ইউনিয়নের রাওনা গ্রামের আব্দুল মতিনের ছেলে।
আহতের ভাই জাহাঙ্গীর আলম জানান, হুমায়ন কবীর শনিবার দুপুর একটার দিকে বাড়ি থেকে বের হয়ে গফরগাঁও বাজার আসছিলেন। এসময় রাওনা সিএমবি’র ইটভাটা সংলগ্ন সড়কে উৎ পেতে থাকা পার্শবতী ধুপাঘাট গ্রামের শফিকুল (৩৮) শরীফুল (৩৪), নয়ন (৩০) সহ একদল সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্য হুমায়ুনকে চাপাটি ও রামদা দিয়ে নৃশংসভাবে এলোপাতারী কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এসময় এলাকাবাসীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।