প্রাইম ডেস্ক :
গুম অপহরণের ঘটনা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
অনুষ্ঠানে মওদুদ আহমদ বলেন, বর্তমান একদলীয় কর্তৃত্ববাদী সরকার বিরোধী রাজনৈতিক মতাদর্শের মানুষকে জুলুম নির্যাতন ছাড়া সাধারণ মানুষের জানমাল রক্ষার কোনো দায়িত্ব পালন করে না। গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ফিরে পেতে দেশবাসী আগামী দিনে তুমুল গণ-আন্দোলন গড়ে তুলে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করবে বলে জানান তিনি।
সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত প্রতিবাদ সভায় মওদুদ এ মন্তব্য করেন। যুবদল নেতা রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে বৃহত্তর নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরাম এ সভার আযোজন করে।