নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের পাগলা থানাধীন টাঙ্গাব ইউনিয়নের সৌদিবাজার এলাকা থেকে গত রোববার দুপুরে সুমন মিয়া (২২) নামের এক যুবকের ঝুলন্তলাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে স্থানীয় লোকজন বহ্মপুত্র নদ সংলগ্ন একটি গাছ ডালে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পাগলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুখলেছুর রহমান জানায়, লাশের শরীর দিয়ে রক্ত ঝরছিল, তবে হত্যা না আন্তহত্যা ময়নাতদন্ত ছাড়া কিছুই বলাযাবে না। এব্যাপারে পাগলা থানায় একটি মামলা হয়েছে । নিহত সুমন মিয়া পাকুন্দিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড দরদরা এলাকার শাহাদাত মিয়ার ছেলে। নিহত সুমন দরদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে চাকরি করত ।
পারিবারিক সূত্র জানাযায়, শুক্রবার সকালে নাস্তা খাওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন সুমন ।