নিজস্ব প্রতিবেদক :
স্বরূপকাঠি উপজেলার ইদিলকাঠি বাজার সংলগ্ন খালের উপর প্রায় ৪০ মিটার দীর্ঘ লোহার ব্রিজটি আকস্মিকভাবে ভেঙে পড়ায় জন চলাচল ব্যাহত হচ্ছে। মেরামতের দুই বছর মাথায় শনিবার গভীর রাতে ব্রিজের উত্তর পাশ ভেঙে পড়ে। স্বরূপকাঠি থেকে ঝালকাঠি সদরে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এ ব্রিজটি ভেঙে পড়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঝুঁকি নিয়ে শিশু শিক্ষার্থীসহ বৃদ্ধ নারী-পুরুষদের নৌকায় পারাপার হতে হচ্ছে।
উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মোঃ কবির মিয়া জানান, খরস্রোতা নাপিতখালি খালের ভাঙন ও তলদেশের মাটি সরে যাওয়ায় ব্রিজের উত্তর পাড়ের খুঁটি দেবে গেছে। সিডর-পরবর্তী সময় প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওই ব্রিজটি দুই বছর আগে ভেঙে পড়েছিল এবং ২০১৫-২০১৬ অর্থবছরে পুনরায় মেরামত করা হয়।