নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশটি দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল পৌর শহর বিভিন্ন মার্কেটে অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইউএনও ডা. শামীম রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ট্রেড লাইসেন্স না থাকা এবং যথাযথ নিয়ম বহির্ভূতভাবে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে, ভোক্তা অধিকার, স্থানীয় সরকার ও পৌরসভা আইনে এ জরিমানা করা হয়।
স্থানীয় জামতলা মোড়ের হাজী আফতাব টাওয়ার, নতুন বাজার বারী প্লাজা, সোহরাব মার্কেট, মধ্য বাজারে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।