নিজস্ব প্রতিবেদক :
অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস নিয়ে পথচলা দৈনিক সমকাল সুহৃদ সমাবেশ গাজীপুরের শ্রীপুর উপজেলা সুহৃদের এতো ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। প্রভাষক নূরে আলম ছিদ্দিকীকে সভাপতি ও আবৃত্তিকার ইকবাল আহমেদ নিশাতকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
বুধবার বিকেলে শ্রীপুরের মাওনা চৌরাস্তা কিতাব আলী প্লাজার চতুর্থ তলায় ডেইলি নিডস ‘ ল’ চেম্বারে সমকালের সুহৃদ সমাবেশ শ্রীপুরের আয়োজনে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন হয়। কমিটি গঠন পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সমকালের গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন বলেন, আমি স্বপ্ন দেখি এবং অন্যকে স্বপ্ন দেখাই। ঘুম থেকে উঠে কেউ কখনো দেখে না যে তিনি বিখ্যাত হয়ে গেছেন। সফলতা অর্জনের জন্য মানুষকে যুগে যুগে সাধনা করতে হয়, তপস্যা করতে হয়। তিনি বলেন, আমরা স্বপ্ন দেখা শুরুর আগেই হিংসার চাষাবাদ করতে শুরু করি। হিংসার চাষাবাদে সময় ব্যয় করতে করতে এক সময় আসল স্বপ্ন দেখতেই ভুলে যাই। স্বপ্ন বাস্তবায়ন তো বহু দূরের কথা। ’ প্রভাষক নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে আবৃত্তিকার ইকবাল আহমেদ নিশাতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান, আইনজীবী কামাল ফকির , দৈনিক প্রাইমের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।
নব গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভপতি ছড়াকার ও শিশু সাহিত্যিক জয়নুল আবেদীন স্বপন, মো. তোফায়েল হোসেন ও আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক ছাইম খন্দকার ও মুহাম্মদ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাওসার মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক পলাশ দে, অর্থ সম্পাদক মিশকাত রাসেল, সহ অর্থ সম্পাদক সোহাগ আল হাসান, দফতর সম্পাদক মামুন অর রশিদ, সহ দফতর সম্পাদক প্রমীর দাস, সাহিত্য সম্পাদক তরুণ লেখক রাহাত রাব্বানী, সহ সাহিত্যম্পাদক শিক্ষক কফিল উদ্দিন , প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশারফ হোসাইন তযু, সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় সাহা বাঁধন, সহ সাংস্কৃতিক সম্পাদক শেখ জসীম উদ্দিন, ক্রীড়া সম্পাদক এসএম তানজীদ আশরাফ, সহ ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক নূর আহাদ বাবু, সারোয়ার রিপন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জুনায়েদ রুবেল ও পরিবেশ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম। আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।