প্রাইম আন্তর্জাতিক :

== FOR NEWSPAPERS, INTERNET, TELCOS & TELEVISION USE ONLY ==
অবশেষে ক্ষমতা হস্তান্তরে রাজি হলেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে রাজি হয়েছেন তিনি। ফলে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণে জো বাইডেনের জন্য আর কোনো বাধা থাকল না।
৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম ব্যাটলগ্রাউন্ড মিশিগানে আনুষ্ঠানিক ফলাফলে হারার পর ট্রাম্প এর অল্প সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তরের জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর জন্য ফেডারেল এজেন্সিকে আহ্বান জানান। এর মাধ্যমে বাইডেনের কাছে তিনি পরাজয়ই মেনে নিলেন।
এদিকে ক্ষমতা হস্তান্তরের শুরুর প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে বাইডেনের টিম। ২০ জানুয়ারি আগামী চার বছরের জন্য পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক শপথ নেবেন বাইডেন।