গফরগাঁও প্রতিনিধি :
গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নের নূড়াপাড়া গ্রামে গত সোমবার দুপুরে এক কিশোরীর (১৪) বাল্য বিবাহ বন্ধ করেছে পুলিশ।
স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন সহায়ক এর উদ্যোগে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে এ বাল্য বিবাহ বন্ধ করা হয়।
পাগলা থানার উপ-পরিদর্শক (এ.এস.আই) কামরুল ইসলাম জানায় উস্থি ইউনিয়নের নূড়াপাড়া গ্রামে সোমবার দুপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীর বিবাহের আয়োজন করলে সেচ্ছাসেবী সংগঠন সহায়কের মাধ্যমে সংবাদ পেয়ে এ বাল্যবিবাহ বন্ধ করা হয়।
উস্থি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম তোতা জানান এই কিশোরীর পরিবার কিশোরীর প্রাপ্ত বয়স হওয়ার আগে বিবাহ দিবে না মর্মে মোচলেকা প্রদান করেন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান খাঁন জানান সংবাদ পাওয়া মাত্রই বাল্যবিবাহ স্থলে পুলিশ পাঠিয়ে বিবাহ বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে কিশোরীর বাল্য বিবাহের চেষ্টা করা হলে তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।