নিজস্ব প্রতিবেদক :
প্রতি বছরের ন্যায় এ বারও কন্ঠে জাতীয় সংগীত, হাতে জাতীয় পতাকা নিয়ে বিজয়ের মাসের শেষ দিনে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে বিজয় পতাকা মিছিল। রবিবার ময়মনসিংহ শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে মিছিলের উদ্বোধন করেন- প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সভাপতিত্বে মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন- আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাচিপ মহাসচিব ডা. এম এ আজিজ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, বিএমএর নেতা ডা. তারা গোলন্দাজ প্রমুখ।
মিছিল শেষে সমাবেশে আব্দুর রাজ্জাক বলেন, নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জেনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।