প্রাইম বিনোদন :
২০১৭ সালে শাকিব খান অভিনীত অহংকার, রাজনীতি, রংবাজ, নবাব ও সত্তা মুক্তি পায়। বছরজুড়ে সব ছবিই দর্শক আলোচনায় ছিল। তবে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত যৌথ প্রযোজনার ছবি নবাব আলাদাভাবে প্রেক্ষাগৃহে দর্শক আলোড়ন তোলে।
এরই নতুন বছরটিও থাকবে সময়ের সেরা নায়ক শাকিব খানের দখলে। প্রায় এক যুগ ঢালিউড চলচ্চিত্রে রাজত্ব করা। তারই ইঙ্গিত দিচ্ছে তার অভিনীত মুক্তির প্রতিক্ষায় থাকা বিগ বাজেটের সিনেমাগুলো।
এরই মধ্যে নতুন বছরের জন্যও কাজের সমীকরণ মিলিয়ে নিয়েছেন ঢাকাই ছবির সেরা এই নায়ক। এই মুহূর্তে যৌথ প্রযোজনার ছবি মাস্ক, চালবাজ, দেশীয় ছবি চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া, নোলক, আমি নেতা হবো, সুপারস্টারসহ বেশ কয়েকটি ছবি হাতে আছে তাঁর।
নতুন বছরে সব ছবিই আলোচনায় থাকবে বলে আশা করছেন শাকিব খান। নতুন ছবিগুলো নিয়ে বললেন, ‘সব ছবির কাজ এখনো শেষ হয়নি। নতুন বছরে অবশ্যই ভালো কিছু হবে।