নিজস্ব প্রতিবেদক :
৩ সন্তান পুলিশে চাকরি করার পরেও বরিশালের বাবুগঞ্জে বৃদ্ধা মায়ের প্রতি অবহেলার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
তিনি বলেন, ডিআইজি অফিসের এসপি মো. হাবিবুর রহমান প্রামাণিকের নেতৃত্বে এএসপি মোল্লা আজাদ এবং এএসপি মোফিজুল ইসলাম এই কমিটিতে রয়েছেন। আগামী ৩ কার্য দিবসের মধ্যে তাদেরকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
অবহেলার কারণে বৃদ্ধা মা ভিক্ষা করেছেন বলে দাবি করেন তার ৪র্থ ছেলে ও অটোরিকশা চালক গিয়াসউদ্দিন। তবে ৫ম ছেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত এএসআই নেছারউদ্দিন এবং মেজ ছেলে বরিশাল রেঞ্জ পুলিশে কর্মরত কনস্টেবল মো. জসিমউদ্দিন দাবি করেন তার মা কখনো ভিক্ষা করেননি।
জানা যায়, বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামের বাসিন্দা ৮২ বছরের বৃদ্ধ মা মনোয়ারা বেগম। ৩ সন্তান পুলিশে চাকরি করার পরেও পেটের তাড়নায় ভিক্ষাবৃত্তি এবং হাঁটতে গিয়ে পা ভাঙ্গার পরও যথাযথ চিকিৎসা না পাওয়ার খবর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।
এরপর বরিশাল-৩ আসনের সংসদ সদস্য শেখ টিপু সুলতান এই বৃদ্ধাকে ১৮ সেপ্টেম্বর বরিশাল মেডিকেলে ভর্তি করেন।