প্রাইম আন্তর্জাতিক :
ভারতের শান্তনু ভৌমিক নামের টেলিভিশন নিউজ চ্যানেলের এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় আগরতলা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের পশ্চিম ত্রিপুরা জেলার মান্দাইয়ে এ ঘটনা ঘটে। এ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ইন্ডিজেনাস পিপল’স ফ্রন্ট অব ত্রিপুরার (আইপিএফটি) ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, স্থানীয় টেলিভিশন নিউজ চ্যানেল দিনরাতে কর্মরত এক সাংবাদিক বুধবার বিকেলে আইপিএফটি ও ত্রিপুরা রাজ্যের উপজাতি গণমুক্তি পরিষদ (টিআরইউজিপি) আয়োজিত বিক্ষোভ-সমাবেশ কভার করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে প্রাণ হারান।
এমন ঘটনার প্রেক্ষিতে কর্তৃপক্ষ মান্দাইয়ে নিষেধাজ্ঞামূলক নির্দেশ জারি করেছে। সেখানে রাত পর্যন্ত উত্তেজনা বিরাজ করছিল।