প্রাইম আন্তর্জাতিক :
জাতিসংঘে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘কুকুরের ঘেউ ঘেউ’ বলে বর্ণনা করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া যদি যুক্তরাষ্ট্র বা মিত্রদের হুমকি দেয়া বন্ধ না করে তাহলে দেশটিকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে।
এই বক্তব্যের প্রতিবাদে জাতিসংঘের সদর দফতরের কাছে সাংবাদিকদের উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রে ইয়াং-হো বলেন, এখানে একটি কথা আছে যে, প্রদর্শনী চললেও কুকুর ঘেউ ঘেউ করে। ট্রাম্প যদি কুকুরের ডাকের মাধ্যমে আমাদের চমকে দেয়ার চিন্তা করেন, তাহলে তিনি স্বপ্নের মধ্যে আছেন।
অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট কিম জং উন সম্পর্কে বলেন, এই রকেট মানব নিজের এবং তার অঞ্চলের জন্য আত্মহত্যার মিশনে রয়েছেন।
ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি তার সহযোগীদের জন্য দুঃখ প্রকাশ করছি।
জাতিসংঘের নিষেধাজ্ঞার মধ্যেই উত্তর কোরিয়া পারমাণবিক ও অস্ত্র বানিয়ে যাচ্ছে।