নিজস্ব প্রতিবেদক :
জাতীয় পার্টি ঘোষিত আগামী ১৫ ফেব্রুয়ারির মহাসমাবেশ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই উদ্যানের এক অংশে একুশের বই মেলার স্টল থাকবে বলে মেলার স্বার্থে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পূর্বঘোষিত ১৫ ফেব্রুয়ারির মহাসমাবেশ স্থগিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বইমেলা শেষে মার্চ মাসে সুবিধামতো সময়ে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে তারিখ ঘোষণা করা হবে।