নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এসএসসি ও সমমানের গণিত পরীক্ষার ভুল প্রশ্নপত্রের কারণে ১০টার পরীক্ষা ১২টার সময় নিতে হয়েছে। আজ শনিবার অনুষ্ঠিতব্য এ পরীক্ষায় যথাসময়ে প্রশ্নপত্র না পাওয়ায় পরীক্ষার্থী এবং অভিভাবকদেরকে বিপাকে পড়তে হয়েছে।
চন্দনাইশ উপজেলার এসএসসি পরীক্ষার চারটি কেন্দ্রের মধ্যে চন্দনাইশ-কেন্দ্র-২ এর ফাতেমা জিন্নাহ কেন্দ্র সচিব ওসমান আলী বলেন, ‘এ কেন্দ্রের সাব-কেন্দ্র কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫শ’ ৫৫জন পরীক্ষার্থী রয়েছে। তাদের গণিত পরীক্ষার দিন নৈর্ব্যক্তিক প্রশ্নের পর সৃজনশীল প্রশ্নে বোর্ডের পাঠানো প্যাকেটে ভুলবশত: গণিতের পরিবর্তে কৃষি বিজ্ঞানের প্রশ্নপত্র পাওয়ায় পরীক্ষা নিতে বিলম্ব হয়েছে।’
কেন্দ্র সচিব আরও বলেন, ‘সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার ও পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি লুৎফুর রহমানকে অবিহিত করা হলে তিনি তা বোর্ড কর্তৃপক্ষের সাথে আলাপ করেন এবং অন্য কেন্দ্র থেকে গণিত প্রশ্নপত্র সংগ্রহ করে ফটোকপির মাধ্যমে পরীক্ষা নিতে হলেও তেমন কোন অসুবিধা হয়নি। এজন্য পরীক্ষার্থীদেরকে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার লুৎফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্যাকেটে ভুল বশত অন্য প্রশ্ন থাকার কারণে সামান্য সমস্যার সৃষ্টি হয়েছে। পরে বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলে সমস্যার সমাধান করেছি।