নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফুড প্রসেসিং বিষয়ের প্রশ্ন দেখে উত্তর তৈরির সময় মতিউর রহমান নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে অফিস কক্ষে বসে উত্তর তৈরির সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মতিউর রহমান লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
এ ব্যাপারে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আসাদুজ্জামান।
তিনি বলেন, গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে ওই শিক্ষক অফিস কক্ষে বসে প্রশ্নপত্র দেখে উত্তর তৈরি করছিলেন। এ সময় উত্তরপত্রসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি আবু ওয়াজেদ জানান, গ্রেপ্তার ওই শিক্ষককে কিছুক্ষণ পরই আদালতে সোপর্দ করা হবে।