নিজস্ব প্রতিবেদক :
ময়মমসিংহের অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক আসাদুজ্জামান ওরফে চওরা জামাল সদর উপজেলার শম্ভুগঞ্জের বাসিন্দা।
র্যাবে-১৪ এর এএসপি হাফিজুল ইসলাম ও এএসপি মাহবুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার ভোররাতে শম্ভুগঞ্জের চরঈশ্বরদীয়া ইউনিয়নের ঋষিপাড়ায় আসাদুজ্জামানের ব্যক্তিগত কার্যালয়ে এই অভিযান পরিচালনা করে র্যাব।
এই দুই কর্মকর্তা জানান, এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।