গফরগাঁও (ময়মনসিংহ ) প্রতিনিধি :
ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক কলহের জের ধরে রমিজা খাতুন (৬০) নামে এক শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগে পুত্রবধূকে আটক করেছে গফরগাঁও থানা পুলিশ। গতকাল রাতে উপজেলার বারবড়িয়া ইউনিয়নের পাকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত নিহত রমিজা খাতুনের ছেলে ইসমাইল হোসেনের স্ত্রী খাদিজা বেগম (৩২)। বাড়ির লোকজন খাদিজা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতরাতে খাবারের সময় কথা কাটাকাটির এক পর্যায়ে খাদিজা ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কোপায়। অতিরিক্ত রক্তখরনের কারনে ঘটনাস্থলেই রমিজা খাতুনের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালর মর্গে পাঠায়।
গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে ও খাদিজা হত্যাকান্ডের ঘটনা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে ।