নিজস্ব প্রতিবেদক :
ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়কের লক্ষ্মীপুরের নতুন সড়ক নামক স্থান থেকে আজ শনিবার ব্রিফকেস ভর্তি অজ্ঞাত যুবকের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে। লাশটি উদ্ধারের জন্য সিআইডি ও পিবিআইকে খবর দেয়া হয়েছে। অজ্ঞাত লাশের বয়স ৩০/৩৫ বছর হবে বলে জানান, ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ তদন্ত আবুল খায়ের।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়কের লক্ষ্মীপুরের নতুন সড়ক নামক নামক স্থানে একটি ব্রিফকেস ভর্তি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধারের জন্য সিআইডি ও পিবিআইকে খবর দেয়। লাশের মুখ ওড়না দিয়ে পেঁচানো। এরই মধ্যে পঁচন ধরে গেছে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল খায়ের জানান, হত্যাকাণ্ডের রহস্য জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বাইরে থেকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।