নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ ভোগড়া বাসন সড়ক এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে ওই বাড়ির ৯টি ঘর ও মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা সাতটার দিকে ওই এলাকার সবুজের বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে বাড়ির অন্তত ৯টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায়। একটি রুমের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।