প্রাইম ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশের ভারসাম্য ও দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য অটুট রেখে পর্যটন উন্নয়ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহবান জানিয়েছেন।
তিনি বলেন, সরকার বাংলাদেশের অফুরন্ত পর্যটন সম্ভাবনাকে দেশি বিদেশি সকল শ্রেণির পর্যটকদের কাছে তুলে ধরতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। পর্যটন উন্নয়নে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করা হয়েছে।
‘বিশ্ব পর্যটন দিবস-২০১৭’উপলক্ষে আজ মঙ্গলবার এক বাণীতে তিনি এ কথা বলেন। বুধবার বিশ্ব পর্যটন দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য উন্নয়নের জন্য টেকসই পর্যটন একটি অন্যরকম হাতিয়ার।
কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য দূর করতে কমিউনিটি বেসড ট্যুরিজম এর ওপর গুরুত্বারোপ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একইসঙ্গে জীববৈচিত্র্য, পরিবেশ ও নিজস্ব সংস্কৃতির ক্ষতি সাধন না করে ‘দায়িত্বশীল পর্যটন’ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে সচেতন করে তুলতে সরকার কাজ করে যাচ্ছে ।