নিজস্ব প্রতিবেদক :
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, আজ ষষ্ঠির মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা। পূজাকে ঘিরে সব ধরনের হুমকির বিষয় বিবেচনায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীসহ সারাদেশের মণ্ডপগুলোতে নিরাপত্তা দেবে র্যাব। রাজধানীসহ সারাদেশে ৩০ হাজার ৭৭টি পূজা মণ্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যের সঙ্গে নিরাপত্তায় নিয়োজিত থাকবে র্যাব।
মঙ্গলবার সকাল সোয়া ১১ টায় রাজধানীর বনানী এলাকার পূজামণ্ডপ পরিদর্শনে শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বেনজীর বলেন, উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায় যেন দুর্গাপূজা উদযাপন করতে পারেন সে জন্য র্যাবের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। সে জন্য পোশাকের পাশাপাশি সাদা পোশাকে র্যাব সদস্যরাও মোতায়েন থাকবে।
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতির উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে শত বছরের উল্লেখ করে র্যাব ডিজি বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সারাদেশে ২১ হাজারেরও কম পূজামণ্ডপ ছিল। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজারের বেশি হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, খৃস্টান সম্প্রদায়ের উৎসব পালন করা হয়। আমাদের লক্ষ্য সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সকল মানুষের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। পূজার দিনগুলো বিসর্জনের দিনগুলো শান্তিপূর্ণ হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, বিসর্জনের দিন আশুরাও রয়েছে। তাই সামনে অনেক চ্যালেঞ্জ।
এ সময়ে র্যাবের অতিরিক্ত পরিচালক আনোয়ার লতিফ খান আইন ও গণমাধ্যম শাখার পরিচালন কমাণ্ডার মুফতি মাহমুদ খানসহ পূজা উৎদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।