
কাঠগড়ায় মিয়ানমার
নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে রোহিঙ্গাদের প্রতি অমানবিক নৃশংসতার বিরুদ্ধে মামলার শুনানি শুরু হয়েছে। মামলাটি করা হয়েছে গাম্বিয়ার পক্ষ থেকে। হেগ শহরের ‘পিস প্যালেস’ নামে সমধিক খ্যাত শান্তির প্রাসাদে মিয়ানমারের প্রতিপক্ষ হিসেবে দাঁড়ানো গাম্বিয়া এই মামলাটির পক্ষে সওয়াল জবাব প্রদান করে নির্যাতিত ও লাঞ্ছিত রোহিঙ্গাদের ব্যাপারে আইনী লড়াইয়ে নেমেছে। আর শান্তির জন্য নোবেল পাওয়া মিয়ানমারের এক সময়ের কথিত মানবতাবাদী রাজনীতিবিদ আউং সান সুচি তার সামরিক সরকারের দুঃশাসনের পক্ষে লড়ছেন, এটাই ট্র্যাজেডি। রাখাইনের রোহিঙ্গাদের ওপর সংঘটিত নির্যাতন, গণহত্যা, ধর্ষণ আন্তর্জাতিক সালিশীর কতখানি পরিপন্থী সেটা যাচাই-বাছাইয়ের লক্ষ্যে এই বিচারিক আদালতে বাদী-বিবাদী মুখোমুখি। মামলাটির গুরুত্ব এবং তাৎপর্য আন্তর্জাতিক বলয়ের প্রেক্ষাপটে পারস্পরিক সহমর্মিতার এক অনবদ্য নজির। গাম্বিয়া বাংলাদেশের পার্শ্ববর্তী কোন রাষ্ট্র নয়। সেখান