
লেবাননে হাজার হাজার বাংলাদেশী চরম সঙ্কটে
প্রাইম ডেস্ক :
লেবানন থেকে ৪০ হাজারের বেশি বাংলাদেশী অভিবাসী কর্মী দেশে ফেরার জন্য দূতাবাসের সহযোগিতা চেয়েছেন। বৈরুত বিস্ফোরণের পর দেশটিতে চরম খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। হাজার হাজার কর্মী প্রায় না খেয়ে দেশটিতে জীবন যাপন করছেন। বর্তমানে কর্মসংস্থানের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। ফলে কর্মীরা দেশে ফিরতে প্রতিদিন দূতাবাসের সামনে ভিড় করছেন। সম্প্রতি আন্তঃমন্ত্রণালয় (পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান) বৈঠকে কর্মীদের দেশে ফেরত আনার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। তবে পরবর্তী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে এমন আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, লেবাননে বর্তমানে দেড় লাখের বেশি বাংলাদেশী কর্মী কাজ করছেন। এর মধ্যে বেশিরভাগ নারী কর্মী। এই কর্মীরা দেশটির বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর ক...